Sunday, September 15, 2019

              “কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেয়ো না। মনে রেখো,
               অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়।”

লোকে অতীতে কী ধরণের কাজ করতো সেই দিকে তোমাদের খেয়াল করা উচিত নয়, বরং তারা আজকে কেমন মানুষ সেই বিষয়ে খেয়াল রাখা উচিত। যে ব্যক্তি মানুষের অতীত নিয়ে লেগে থাকে, সে তো একদম ইবলিশের মতন যে আল্লাহকে বলেছিলো, “আপনি আমাকে আগুণ থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে।ইমাম ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)

No comments:

Post a Comment